Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান বিষয়ে ভারতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০৭ এএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে ১১২ জন আফগানসহ মোট ৫৬৫ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের ব্যাপারে আমাদের সরকার সহ সকল রাজনৈতিক দলের "শক্তিশালী জাতীয় অবস্থান" রয়েছে এবং কেন্দ্র "জাতীয় ঐক্যের চেতনায়" এই বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের জনগণের প্রতি আমাদের জাতীয় অবস্থান সুদৃঢ়।-এনডিটিভি

আফগানিস্তান নিয়ে সর্বদলীয় বৈঠকের পর গণমাধ্যমের উদ্দেশে মন্ত্রী বলেন, "আমরা সবাই যে বার্তাটি দিতে চাই, সরকারসহ সব রাজনৈতিক দলেরই এই বিষয়ে আমাদের সকলের একই মত রয়েছে। আফগানিস্তানের জনগণের প্রতি আমাদের জাতীয় অবস্থান সুদৃঢ়। জয়শঙ্কর গণমাধ্যমকে জানান, বৈঠকের সময় বেশিরভাগ সমস্যা এবং উদ্বেগ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে মানুষগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়ে ছিল। "অপারেশন" দেবী শক্তি "এর অধীনে আমরা ছয়টি ফ্লাইটে আফগান ত্যাগের ব্যবস্থা করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পার্লামেন্টে রাজনৈতিক দলগুলোর নেতাদেরও এসব অবহিত করে।


সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় জয়শঙ্কর বলেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ আফগান ত্যাগ নিশ্চিত করতে অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। বৈঠকটি সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এবং ৩১ টি দলের ৩৭ জন নেতা এতে অংশগ্রহণ করেন। জয়শঙ্কর উল্লেখ করেন, সবাই এই বিষয়ে কথা বলেছে, আমি প্রত্যেককে পৃথকভাবে উত্তর দিয়েছি। আমাদের সকলের মত একই ছিল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রীকে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সংক্ষিপ্ত বিবরণ জানাতে বলেন।

আফগানিস্তান ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানীতে প্রেসিডেন্ট ভবনে তালেবানদের প্রবেশের পরে এবং সারা দেশে কয়েক মাসের সহিংসতার পর সরকারের বিরুদ্ধে বিজয় ঘোষণা করার পর আফগানিস্তান সংকটে পড়ে যায়। ১৭ আগস্ট ভারতও ঘোষণা করেছিল যে, আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় তাদের দেশে আসতে ইচ্ছুক আফগান নাগরিকদের জরুরি ই-ভিসা দেবে।

 



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ৩০ আগস্ট, ২০২১, ১০:০৪ এএম says : 0
    মুসলিমদেরে সাহায্য করুনঃ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ