Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মেসির অভিষেক?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৫:৫৮ পিএম

কোচের সংবাদ সম্মেলনেই মিলেছিল ইঙ্গিত। অবশেষে সত্যি হলো সেটাই। হয়তো শেষ হতে যাচ্ছে পিএসজি সমর্থকদের মেসিকে তাদের ক্লাবের জার্সিতে দেখার অপেক্ষা। রেঁসের বিপক্ষে এই আর্জেন্টাইনকে দলটির স্কোয়াডে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো। এই প্রথম দলটির স্কোয়াডে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ক্লাবটিতে নাম লেখালেও এখনো পর্যন্ত তাদের হয়ে মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক। রোববার শেষ হতে পারে ওই অপেক্ষা।

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ফরাসি লিগে রেঁসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের স্কোয়াডে মেসিকে রেখেছেন পচেত্তিনো। পিএসজির আরেক ফুটবলার কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনিও আছেন স্কোয়াডে।

পিএসজির স্কোয়াডে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজই একসঙ্গে দেখা মিলতে পারে সময়ের তিন সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে ও নেইমারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ