Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের ঢেপা নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ ২ দিন পর উদ্ধার

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৫:৪২ পিএম

দিনাজপুরের ঢেপা নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ ঘটনার ২ দিন পর বিরলের পুনর্ভবা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয়ে জানাগেছে, সে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপি’র পূর্ব সুলতানপুর ভেন্ডাবাড়ী গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে সুধন চন্দ্র দেবশর্মা ওরফে বুধু (২৫)। পূর্বরীতি অনুযায়ী গত শুক্রবার সকালে কাহারোলের কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ বাদ্যবাজনাসহ নৌকা বহরে ঢেপা নদী পথে দিনাজপুর শহরের রাজবাড়ী মন্দিরে আনা হচ্ছিল। এসময় জলকেলি ও আনন্দ উল্লাস করতে গিয়ে দিনাজপুর সদরের নশিপুরের হাটখোলা এলাকায় ওইদিন দুপুর ১২ টার দিকে পানিতে পড়ে নিখোঁজ হয় যুবক বুধু। এঘটনায় শুক্রবার রাতে একদল ডুবুরি নিখোঁজ যুবক বুধুকে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। উদ্ধার তৎপরতা চালানো অবস্থায় পরদিন শনিবার সকালে রংপুর থেকে আসা আব্দুল মতিন নামের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একজন ডুবুরি অসুস্থ্য হয়ে পড়লে তাকে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফলে এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও আাড়োলন সৃষ্টি করে। এদিকে রবিবার সকালে বিরল উপজেলার ধর্মপুর ইউপি’র সিট কামদেবপুর এলাকায় কয়েকজন জেলে নিখোঁজ ওই যুবকের লাশ পুনর্ভবা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। জগৎপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ও সংগীয় ফোর্সসহ ওই যুবকের লাশ উদ্ধার করি। নিহত যুবক বুধু’র পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ