বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুরের নড়িয়ায় আলমগীর মীর বহর (৩৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারের ব্রিজের পাশে রাস্তা থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীর মীরবহর নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালত কান্দী গ্রামের মৃত দলিল উদ্দিন মিরবহরের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যার পর আলমগীর মীরবহর বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। রোববার ভোরে পার্শ¦বর্তী আন্দার মানিক বাজারের পাশে ব্রীজের পাশে রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর বলেন, আলমগীর মীরবহর কে কী কারণে হত্যা করা হয়েছে সে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।