গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রখ্যাত টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা ঢাকা মহানগর। আজ বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের অর্থ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রিন্সিপাল ডা: এস এম সরওয়ারের স্বাগত বক্তব্যে ও মোহাম্মদ মাসউদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেযা, সহ সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ খান, মুহাম্মদ আবদুল হাকিম, প্রিন্সিপাল আবু নাসের মুহাম্মদ মুসা, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, হাজী মুহাম্মদ রুবেল, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ মুহাম্মদ শাহ জালাল, শেখ মুহাম্মদ বোরহান উদ্দিন রেযা, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমান, আরিফুল ইসলাম, এডভোকেট আবুল কালাম আজাদ, মুহাম্মদ মিজানুর রহমান, শাহাবুদ্দীন মীর, আলহাজ্ব শাফায়াত উল্লাহ্, খাজা সাইফুল হক আখন্দ ও জুনায়েদ আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, ফারুকী হত্যার বিচার না হওয়ায় জঙ্গিবাদের আস্ফালন বাড়ছে। ফারুকী হত্যার বিচার ৭ বছরেও হয়নি বরং ৫২ বার তদন্ত প্রতিবেদন পিছানোটা গভীর ষড়যন্ত্র বলে মনে করছি। হত্যার দিন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী) হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেও তা’আজো হয়নি। বক্তারা আরো বলেন- এ দেশে চিছকে চোরের বিচার হয় কিন্তু একজন আন্তর্জাতিক বক্তার হত্যাকারীদের বিচার হয় না। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার আহবান জানান। শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টন মোড় গিয়ে সমাপ্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।