Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে হামলায় আমাদের হৃদয় ভেঙে গেছে : ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ‘হৃদয় ভেঙে গেছে’ এমনটিই অনুভব করেছেন তিনি। এ হামলায় অন্তত অনেক মানুষ হতাহত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে তালেবানের বিরুদ্ধে মিশনের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসা বারাক ওবামা আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন করেছিলেন। বিবিসি জানায়, আমেরিকার এই সেনাদের বীর আখ্যা দিয়ে ওবামা বলেছেন, অন্যদের জীবন বাঁচাতে তারা বিপজ্জনক এক যুদ্ধে নিয়োজিত হয়েছে। এক বিবৃতিতে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে, দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারানো আমেরিকানদের প্রিয়জনদের সঙ্গে দুঃখ করার চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না।’ যেসব মার্কিনি এবং আফগান পরিবার প্রিয়জন হারিয়েছে তাদের জন্য শোকাহত বলে জানান ওবামা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বোমা বিস্ফোরণ হয়। তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য আফগানের দেশ ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সর্বসাম্প্রতিক হিসাব মতে, ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৪০০’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ