Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের কারাগারে মৃত্যুর শঙ্কায় হাতকড়া পরা অন্তঃসত্ত্বা নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে বন্দিদের সঙ্গে বর্বর আচরণ করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। আনহার আল-দিক (২৫) নামে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি ওই নারীকে ইসরাইলের কারাগারে হাতকড়া পরিয়ে একাকী একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছে। অনাগত সন্তান এবং তার জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনি ওই তরুণী। এ অবস্থায় তিনি এবং তার গর্ভের সন্তান চরম মৃত্যুর ঝুঁকিতে থাকলেও ইসরাইলি কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। ফিলিস্তিনের পশ্চিমতীরে রামাল্লাহ শহরের কাফর নিমা গ্রামে গত ৮ মার্চ আনহার আল-দিক তাদের জমিতে পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করছিলেন। এ সময় দখলদার ইসরাইলি বাহিনী সেখানে হানা দিয়ে তাদের কৃষিজমি দখলের চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তাকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। তখন থেকেই তাকে ইসরাইলি কারাগারে এভাবে নির্দয়ভাবে আটক রাখা হয়েছে। সম্প্রতি ইসরাইলি কারাগার থেকে ছাড়া পাওয়া অপর এক বন্দির মাধ্যমে আনহার আল-দিক তার দুরবস্থার কথা গোপন চিঠিতে তার পরিবারকে জানান। রাতে হঠাৎ ব্যথায় ঘুম থেকে উঠে মা মা বলে অন্ধকারে চিৎকার করে, কিন্তু পরেই খেয়াল হয় তার হাতে হাতকড়া, তিনি জেলে বন্দি। চিঠি পেয়েই তার মা আয়েশা (৫৭) ইসরাইলি আদালতে ফিলিস্তিনি ওই তরুণীর সন্তান প্রসবের জন্য মুক্তি চেয়ে আবেদন করে। কিন্তু দেশটির আদালত এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। মিডলইস্ট আই।



 

Show all comments
  • Saifullah ২৯ আগস্ট, ২০২১, ১:৫৬ এএম says : 0
    May Allah SWT help her and give her full strength with opening all doors in her favor
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ