Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটির ক্যাম্পে শিক্ষক-পুষ্টিবিদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৭:২৮ পিএম

বাণিজ্য ও বিজ্ঞান বিষয়ক শিক্ষক রয়েছেন। পুষ্টিবিদও আছেন। ক্যাম্পের খেলোয়াড়দের পড়ালেখা ও স্বাস্থ্যগত-সব দিকই ঠিক রাখছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন। ১৮ জন তরুণ খেলোয়াড় নিয়ে ২২ আগষ্ট শুরু হয়েছে দুই বছরের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প। যার মধ্যে ১০ জন পুরুষ ও ৮ নারী খেলোয়াড় রয়েছেন। লক্ষ্য আগামী বছরের মার্চে মালদ্বীপে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টিটি চ্যাম্পিয়নশিপ এবং পরের বছর অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমস। শনিবার এ তথ্য জানান টিটি ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর।

তিনি বলেন, ‘একটি টুর্নামেন্ট ও একটি গেমসকে সামনে রেখে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। খেলোয়াড়দের পড়ালেখা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা দু’জন বাণিজ্য ও বিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিয়েছি। সেই সঙ্গে পুষ্টিবিদও রয়েছেন। এ দু’জায়গাতেই আমাদের লক্ষ্য ভারতের সঙ্গে লড়াই করে জেতা।’ মুনীর যোগ করেন, ‘তবে আমাদের এই ক্যাম্প কমনওয়েলথ গেমসকে সামনে রেখে আরও দীর্ঘায়িত হতে পারে।’ ৫ সেপ্টেম্বর এই ক্যাম্পে যোগ দেবেন পাঁচজন ভারতীয় কোচ কাম ট্রেনিং পার্টনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ