Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ছাড়ার আগে জাতীয় দলে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৬:৩৮ পিএম | আপডেট : ৯:২৬ পিএম, ২৭ আগস্ট, ২০২১

এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে পাওয়া চোট জাতীয় দল থেকে ছিটকে দিয়েছে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মাশুক মিয়া জনিকে। কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলে তাই এসেছে পরিবর্তন। জনির বদলে ২৩ সদস্যের বাংলাদেশ দলে নেয়া হয়েছে উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজাকে।
ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে কিরগিজস্তানে গিয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের তিন প্রতিপক্ষ হলো- কিরগিজস্তান ও ফিলিস্তিন জাতীয় দল এবং কিরগিজস্তান অলিম্পিক দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর। এ লক্ষ্যে শুক্রবার মধ্যরাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জামাল ভূঁইয়ারা। ঢাকা থেকে দুবাই হয়ে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটে লাল-সবুজরা বিশকেকে পৌঁছাবে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নাওমি।
মাসুক মিয়া জনি বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের শেষ ম্যাচে মালদ্বীপে চোট পেয়েছিলেন। কিংসের ফুটবলাররা মালদ্বীপ থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান। মালেতেই জনির এমআরআই করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকের পরামর্শ তাকে বিশ্রামে রাখার। তাই জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে শেষ মুহূর্তে জনিকে বিশ্রাম দিয়েছেন। বসুন্ধরার ট্যাকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন, ‘টানা ম্যাচ খেলায় জনির গ্রোয়িং ইনজুরি হয়েছে। এই মুহূর্তে অনুশীলন ও খেলা তার জন্য বিপদজনক। তার সাত থেকে দশ দিনের বিশ্রাম প্রয়োজন।’
উত্তর বারিধারা ক্লাবের ফরোয়ার্ড সুমন রেজা ঘরোয়া লিগে নিয়মিতই গোল করেছেন। তারপরও কিরগিজস্তান সফরে তাকে বিবেচনা না করে প্রবাসী ফুটবলার ডেকেছেন জেমি। এ নিয়ে সমালোচনা কম হয়নি। তবে শেষ পর্যন্ত জাতীয় দলে ঠিকই জায়গা পেলেন সুমন রেজা। জনির পরিবর্তে বিশকেকে তিনিই গিয়েছেন। কিরগিজস্তানে ই-ভিসা সিস্টেম। বাফুফে ২৩ সদস্যের চূড়ান্ত দলের পাশাপাশি বাড়তি কয়েকজন ফুটবলারের ভিসা আগেই করিয়ে রেখেছিল। ফলে শেষ মুহূর্তের সিদ্ধান্তে ভিসা ও বিমান টিকিট নিয়ে তেমন জটিলতায় পড়তে হয়নি সুমন রেজাকে। কিরগিজস্তানে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও দুই দিন পর কিরগিজ অলিম্পিক দলের মুখোমুখি হবে লাল-সবুজরা।

বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রায়হান, সুমন রেজা, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদউদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান, মিতুল মারমা, নাইব মো. তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ