Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় পুত্র হত্যার বিচার চাইতে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে পিতা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৫:১৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পুত্র হত্যার বিচার চাইতে গিয়ে মামলার বাদীসহ তার আত্মীয় স্বজন ও মামলার সাক্ষীরা পালিয়ে বেড়াচ্ছে। থানায় মৌখিকভাবে জানালেও লাভ হয়নি। আসামীরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না। মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম হত্যা মামলার বাদী নিহতের পিতা মোঃ নাসির উদ্দিন মাতুব্বর এমন অভিযোগ এনে শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

মামলার বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ জুলাই রাত সাড়ে আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় রাকিবুলের ডান হাতের কব্জি কর্তন করে নিয়ে যায়। ১১দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রাকিবুল মারা যায়। এ ব্যাপারে ২৯ জুলাই রাকিবুলের মা মোসাঃ রাহিমা বেগম বাদী হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম সহ ১৭ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। ওই সময় পুলিশ মোঃ নয়ন বয়াতি, মোঃ রুবেল সিকদার, মোঃ খলিল ও মোঃ নোমানকে গ্রেফতার করে।

রাকিবুলের মৃত্যুর পর তার পিতা মোঃ নাসির উদ্দিন মাতুব্বর ২৫ আগস্ট পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম হাওলাদার, কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোঃ রকি, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিক তালুকদার, খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি অনার্স কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ হিরন মিয়া, মিঠাগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ ৩৬ জনের নাম উল্লেখ করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।

নাসির উদ্দিন আরো উল্লেখ করেন, আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করলেও পুলিশ তাদেও গ্রেফতার করছে না। বর্তমানে আসামীরা তাকে ও তার পরিবারবর্গ সহ মামলার সকল সাক্ষীগণকে বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। আসামীদের তান্ডবে তারা এলাকা ছাড়িয়া জীবন নিয়া পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করে।

অপরদিকে আসামীদের কেন্দ্রীয় যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী সাত দিনের মধ্যে দল থেকে বহিষ্কার না করলে বাদী তার পরিবারদের নিয়ে অনশন পালন করবে বলে জানান।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন আমরা ইতোমধ্যে ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত আছে। আসামীরা যদি বাদীকে হুমকি দিয়ে থাকে তাহলে তিনি তাদেরকে থানায় জিডি করার পরামর্শ দেন।



 

Show all comments
  • Dadhack ২৭ আগস্ট, ২০২১, ৫:২৭ পিএম says : 0
    ইবলিশ রাত দেশ শাসন করে বলেই আজকে আমাদের দেশটা ওরা ধ্বংস করে দিয়েছে হত্যা খুন গুম চাঁদাবাজি, যিনা-ব্যভিচার ধর্ষণ আমাদের ট্যাক্সের টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট.. আজকে আমাদের দেশটা সন্ত্রাসীদের রাজত্ব হয়ে গেছে....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ