Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের মিথিলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ২:৫৭ পিএম

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ আসরে সেরার মুকুট জিতেছেন তানজিয়া জামান মিথিলা। এর আগেই ২০১৯ সালে তিনি বলিউডের সিনেমায় নাম লেখান। ভারতের হায়দার খানের পরিচালনায় ‘রোহিঙ্গা’ সিনেমার কাজ বেশ আগে শেষ করছিলেন এই মডেল-অভিনেত্রী। তবে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এতদিন সিনেমাটির মুক্তি আটকে ছিলো। গত সোমবার (২৩ আগস্ট) সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে মিথিলার বলিউডে অভিষেকে আর কোন বাঁধা থাকছে না।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘অবশেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো। এর মধ্য দিয়ে অনেক দিনের অপেক্ষার অবসান হলো। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ছাড়পত্রের জন্য এতদিন সিনেমাটির মুক্তি আটকে ছিল। খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি।’

সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই সিনেমার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এখানে কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই।’ এই অভিনেত্রী আরও বলেন, ‘এই সিনেমাকে অনেক সম্মান করি। কিন্তু এটি আমার পারফেক্ট কাজ হবে না! কারণ এটি আমার প্রথম সিনেমা। মডেলিং থেকে এর মাধ্যমে সিনেমায় নাম লিখিয়েছি। এজন‌্য অনেক আশাও করছি না। তবে আমি আমার সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’

জানা গেছে, বলিউডের এই সিনেমায় রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি, দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় সেটি বেশ কাজে দিয়েছে। তবে কাজের সুবিধার্থে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। তবে মিথিলার চরিত্রকে কেন্দ্র করেই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে।

‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার নতুন সিনেমা ‘রোহিঙ্গা’ ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ প্রতিযোগিতায় সেরা ঘোষণা করা হয় মিথিলাকে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ হিসেবে বিজয়ী হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞায় ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।



 

Show all comments
  • Jahangir Kabir Bappi ২৮ আগস্ট, ২০২১, ২:০৩ পিএম says : 0
    মিথিলার বলিউডের এই অভিষেকে আমরা আপ্লুত।অভিনন্দন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ