প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র কয়েকজন অভিনয়শিল্পী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসার। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন তারা। অভিনেতা খায়রুল বাসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল বাসার বলেন, আমাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে, দুমড়ে-মুচড়ে যায়। বড় বাঁচা বেঁচে গেলাম। এরপর আমাদের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। আমি ট্রমার মধ্যে আছি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলশান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি তার চোখে পড়ে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান অ্যাভিনিউতে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে চালকসহ পাঁচ জন ছিলেন
জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ এগিয়ে আসে এবং গাড়িটি জব্দ করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারা বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা জুনায়েদ বোকদাদি ও নাফিস মো. ইসমাইল নামের এক ব্যক্তি আছেন আইসিইউতে আর কেবিনে রয়েছেন বাসার, রাজ ও তুষি।
সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ও জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। চার তরুণ-তরুণীর গল্পে নির্মিত এ সিনেমায় রাজ ও তুষির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এটি নির্মাণ করেন মিজানুর রহমান আরিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।