Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে হামলায় তালেবানের সম্পৃক্ততা নেই: হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১১:৫৭ এএম

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫০ জন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই জোড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানায়, এই হামলার সঙ্গে তালেবানরা জড়িত নয়। খবর আলজাজিরার।

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নে জবাব দেন হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি। তার কাছে জানতে চাওয়া হয়, এই হামলার সঙ্গে তালেবান জড়িত কিনা? এর জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। এখন পর্যন্ত আমরা যা জানি, তাতে তালেবান এই হামলার সঙ্গে জড়িত নয়।

সাকি বলেন, আমি মনে করি জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এ বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি এ বিষয়টি স্পষ্ট করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। তালেবান এই হামলার ব্যাপারে জানতো বা এর সঙ্গে জড়িত ছিল না বলেই মনে করি। আর গত কয়েক ঘণ্টায় আমাদের সেই অবস্থানের পরিবর্তন হয়নি।

হোয়াইট হাউজের প্রেস সচিব আরও বলেন, স্পষ্টতই, আজ যা ঘটেছে এবং আফগানিস্তানে মার্কিন সেনা সদস্যদের প্রাণহানি একটি ট্র্যাজেডি। এটা ভীতিকর। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আমার অভিজ্ঞতা হওয়া সবচেয়ে খারাপ বিষয়গুলোর মধ্যে একটি এটি। কিন্তু, এই মুহূর্তে আমাদের অতিরিক্ত কোনও মূল্যায়ন নেই।

এদিকে আরেক প্রশ্নের জবাবে সাকি বলেন, এই হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে নেয়ার জন্য তালেবানদের সঙ্গে ‘সমন্বয় করতে’ হবে মার্কিন বাহিনীকে। তিনি বলেন, দেখুন, তালেবানের ব্যাপারে আমরা কি ভাবছি সেটা নিয়ে অতিরঞ্জিত করতে চাই না। আমরা তাদের বিশ্বাস করি না। তারা আমাদের বন্ধু নয়। আমরা কখনও এটা বলিনি।

কিন্তু এটাও সত্য যে আফগানিস্তানের বিশাল অঞ্চল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। আর তালেবানদের সঙ্গে সমন্বয়ের কারণেই আজ পর্যন্ত আমরা ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ উদ্ধার করতে পেরেছি। ১ লাখ ৪ হাজার মানুষের জীবন বাঁচাতে পেরেছি। আর উদ্ধার অভিযান চালানোর জন্য এই সমন্বয় করাটা জরুরি।

হোয়াইট হাউজের এই কর্মকর্তা আরও বলেন, এখন, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। তালেবানরা কি জানতো বা তাদের ভূমিকা কি ছিল, তা নিয়ে জানতে চাইছেন আপনি। এই হামলায় তাদের জড়িত থাকার বিষয়ে এই মুহূর্তে আমাদের কোনও মূল্যায়ন নেই। অবশ্যই, এটা এই মুহূর্তের জন্য। যদি সেটা পরিবর্তন হয়, তাহলে আমরা আপনাদের তা জানাবো।



 

Show all comments
  • S.M. Humayun Kabir ২৭ আগস্ট, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    · তাহলে বেধম নিউজ করে দিলো কিছু মাথামোটা সাংঘাতিক যে তালেবান জড়িত কাবুলের এয়ারপোর্টে এখন হোয়াইট হাউস ই বলছে তালেবান জড়িত নয় তাহলে যারা ভূয়া সংবাদ প্রচার করলো তাদের কান ধরিয়ে দার করিয়ে রাখার জোর দাবী জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Muzahidul Islam ২৭ আগস্ট, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    কিন্তু ঐ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে ছিল
    Total Reply(0) Reply
  • Jobyer Al Masud ২৭ আগস্ট, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    ভুতের মুখে রাম রাম!!!!!
    Total Reply(0) Reply
  • আরিফ রহমান ২৭ আগস্ট, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    ইন্ডিয়ার কাজ এটা
    Total Reply(0) Reply
  • MD Biplob ২৭ আগস্ট, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    সংগঠনটির ২৮ সদস্য প্রান হারিয়েছে তাদের বিরুদ্ধে আবার হামলার অভিযোগ আনবে কেমনে
    Total Reply(0) Reply
  • আশরাফুল ইসলাম ২৭ আগস্ট, ২০২১, ১:৫৬ পিএম says : 0
    ঠিক তবে মার্কিনীদের পরিকল্পনায় এই হামলা করেছে। আইএসে দায় স্বীকারের মানেই হচ্ছে মার্কিনীদের পরিকল্পিত নাটক
    Total Reply(0) Reply
  • আবদুল করিম ২৭ আগস্ট, ২০২১, ২:১০ পিএম says : 0
    এটা ইন্ডিয়ারই কাজ মার্কিনিদের উস্কে দেয়ার জন্য।
    Total Reply(0) Reply
  • আবদুল করিম ২৭ আগস্ট, ২০২১, ২:২২ পিএম says : 0
    এটা ইন্ডিয়ারই কাজ মার্কিনিদের উস্কে দেয়ার জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ