Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নাট্যকার মেহজাবীনকে পুরস্কৃত করল বাংলাদেশ পুলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১১:০১ এএম

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার নাট্যকার হিসেবে সম্মাননা পেলেন এই অভিনেত্রী। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’ নাটকের জন্য বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এই সম্মাননা প্রদান করেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মেহজাবীনের হাতে সম্মানসূচক ক্রেস্টটি তুলে দেন বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি ও ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম।

আমেনা বেগম বলেন, ‘বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে মেহজাবীন চৌধুরীকে সম্মান জানিয়েছি। কারণ কিছুদিন আগে মেহজাবীন ও তার টিম একজন নারী পুলিশ সার্জেন্টের গল্প নিয়ে একটি নাটক করে। নাটকটি আমাদের মহলে ব্যাপক প্রশংসিত হয়।’

কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী বলেন—‘যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ এবং ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। পুলিশ প্রশাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারী পুলিশদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে ‘আলো’ নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি যে, এই নাটক সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এতটা স্পর্শ করবে। এই সম্মানের জন‌্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রতি।’

আলো নাটকে দেখা যায়, আলো মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে। বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন পুলিশ হবে। বাবার স্বপ্ন পূরণ হয়। সারা দিন প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতে গিয়ে নানান ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় আলোকে। কখনও রোদ, কখনও বৃষ্টি কিন্তু কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে। আরও কিছু সমস্যার সঙ্গে সমস্যা হয় টয়লেট নিয়ে।

মেহজাবীন জানান, ‘২০১৯ সালে গাড়ি নিয়ে জ্যামে আটকে থাকার সময় একটি ঘটনা দেখে ‘আলো’ নাটকের গল্পের প্লট তার মাথায় আসে। তিনি জ্যামে গাড়িতে বসে দেখেন একটু দূরে পিক-আপের ড্রাইভার উচ্চ স্বরে কথা বলছেন একজন নারী সার্জেন্টের সঙ্গে। সার্জেন্টটি নারী হওয়ায় পিক-আপচালক তার কথাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। সেই মুহূর্তের ছবিটাও নিজের গাড়িতে বসে তোলেন মেহজাবীন। যার ওপর ভিত্তি করেই ‘আলো’ নাটকটি নির্মিত হয়। যা সাধারণ দর্শকের পাশাপাশি বাংলাদেশ পুলিশও পছন্দ করে।’

আরটিভির ঈদুল আযহার অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় নাটক ‘আলো’। এ নাটকে আরো অভিনয় করেছেন—মনোজ প্রামাণিক, আহসানুল হক মিনু, ইকবাল হোসেন, বাসার বাপ্পি, মাহমুদা মাহা প্রমুখ। গত ২৪ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে নাটকটি। এ পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৩২ লাখ ৬৬ হাজারের বেশি।



 

Show all comments
  • Mustafa Mahmud Sarwar ২৭ আগস্ট, ২০২১, ৩:৪৭ পিএম says : 0
    অসাধারণ লে‌গে‌ছে নাটক‌টি
    Total Reply(0) Reply
  • Nasir Nasir ২৭ আগস্ট, ২০২১, ৮:১৯ পিএম says : 0
    পুলিশের পুরস্কার না নেওয়ায় ভালো কারণ লাস্টে পুলিশ দুর্বলতার সুযোগ নিতে পারে
    Total Reply(0) Reply
  • Ikramul Hoque Zihad ২৭ আগস্ট, ২০২১, ৮:১৯ পিএম says : 0
    আলো নাটকটা পুরষ্কার পাওয়ার মতো একটা নাটক
    Total Reply(0) Reply
  • Md Kamal Ahmed ২৭ আগস্ট, ২০২১, ৮:১৯ পিএম says : 0
    অভিনয় করে (মাত্র কয়েকদিন) পুরস্কৃত হয় কিন্তু যারা সত্যিকারের দায়িত্ব পালন করে তাদের কে পুরস্কার দেওয়া হয়না। বড়ই দুঃখজনক। এ যেন মাকে সম্মান না দিয়ে মাসিকে দেওয়া হচ্ছে
    Total Reply(0) Reply
  • Sunayana Shampi ২৭ আগস্ট, ২০২১, ৮:২০ পিএম says : 0
    নাটক টি যে ভাবে উপস্থাপন করা হয়েছে। তার কিছুটা যদি করতো কিন্তু বাস্তবে পুলিশ কখনো এমন করেন না
    Total Reply(0) Reply
  • Md Sumon ২৭ আগস্ট, ২০২১, ৮:২০ পিএম says : 0
    পুরস্কর এর পাশা পাশি আপনারাদের ভিতর যে পুলিশ গুলো বিভিন্ন অপকর্ম করে তাদের তাদরে জন্য কোন পুরস্কার দেওয়ার ব্যবস্থা করিয়েন তাহলে হয়তো মানুষ জানতে পারবে এই পুলিশ সেই পুলিশ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ