Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

যেভাবে ডাকাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী সালওয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১০:২৮ এএম

ঢাকাই চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। বুধবার (২৫ আগস্ট) বাবা-মাকে নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তিনি। হঠাৎ বখাটেদের খপ্পরে পড়েন এই অভিনেত্রী। উপায় না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন সালওয়া। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আটক করে বখাটেদের। পরে জানা যায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান সালওয়া। সেই পোস্টে ৯৯৯ সেবার প্রতি ধন্যবাদও প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে সালওয়া লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল 999 National Emergency Service ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আজ (বুধবার) রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

চালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দাবি করে সালওয়া বলেন, ‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও তাদের নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ 999-এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’

এই নবাগতা আরো বলেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভ কামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে থাকবে।’

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। বর্তমানে কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। এ দুই সিনেমায় তার বিপরীতে আছেন ইমন ও শান্ত খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ