Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোগানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৯:৫৭ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিশ্বব্যাপী মুসলিমদের ওপর যে অন্যায়-অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বের সব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ।

বুধবার (২৫ আগস্ট) ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

এরদোগান বলেন, সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত,নির্যাতন, দেশান্তর এবং রোগব্যাধির সম্মুখীন। মুসলিমদের নিজেদের হাতে শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব নিতে হবে। নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব মানব ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনাভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে। বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলাম ভীতি, সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে।

তুরস্কের প্রেসিডেন্ট যুবকদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি- কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদেরকে বিভক্ত করতে না পারে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালন করতে যুবকদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য বডি সংস্কারেরও আহ্বান জানান তিনি।

ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দুইদিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৭ আগস্ট, ২০২১, ১:১৬ পিএম says : 0
    এখন মুখে বললে কাজ হবে না,যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে,মুসলমানদের জরুরি পয়োজন সবাই এক হয়ে এক সাথে একটি পাউন্ড তৈরী করা,এই পাউন্ড দিয়ে অস্রে তৈরী করা। পারমাণবিক বোমা সব সব রাষ্ট্রের কাছে থাকা দরকার আছে,এবং এবং বিভিন্ন যুদ্ধ জাহাজ তৈরি করা,এখন পাথর মেরে দুশমনদের কিছু করা যাবে না।
    Total Reply(0) Reply
  • Mostafa kamal ২৭ আগস্ট, ২০২১, ২:৫০ পিএম says : 0
    Alhamdulillah very good initiative allah qabul koren ameen.
    Total Reply(0) Reply
  • MD Akkas ২৭ আগস্ট, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ছাতার তলে স্থান দিন ।আমিন ।ইয়া রাব্বুল আলামিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ