Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহতা ফিরছে, একদিনে ১২০০ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মহামারি রোধে টিকাদান দ্রুত গতিতে চললেও ফের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে করোনার রোগীর ঢেউ শুরু হয়েছে। অনেক স্থানে হাসপাতালে বেড খালি নেই। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা যেন অনেকটাই আবার ফিরে এসেছে।

গত একদিনে দেশটিতে ১২০০ এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। করোনা শনাক্ত হয়েছে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষের।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ায়। গত একদিনে সবচেয়ে বেশি ২৭৫ জনের মৃত্যু হয়েছে টেক্সাসে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৫ হাজার ৩৩৯ জন। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৬৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৭৭ জন।

যুক্তরাষ্ট্রে এ নিয়ে দ্বিতীয় দিনের মতো একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হলো।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৯৫৬ জনের।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ৩১২ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৮৮ হাজার ৫৭০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ২৬ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৩ লাখ। এদের মধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ