Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে দর্শক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৮:৪৭ পিএম

কাতার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাছাইয়ে আগামী মাসের শুরুতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচে ১২ হাজার দর্শককে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে সিবিএফ। মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায় তারা। ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্টে ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। করেন্থিয়ান্স নিও কিমিকা অ্যারেনায় এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর রাত ১টায়। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪জন। গত বছর প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী আঘাত হানার পর থেকে ব্রাজিলে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে।

করোনার ছোবলে এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। তবে করোনার প্রভাব কমলে সম্প্রতি কমেছে মৃত্যুর হারও। অন্যদিকে টিকা নেওয়ার হার বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থার দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ম্যাচের আগে ও পরে বিশ্বকাপ বাছাইয়ের আরও দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। জমজমাট এই ম্যাচে অবশ্য তারকা ফুটবলারদের হারানোর শঙ্কা জেগেছে। কোয়ারেন্টিন ইস্যুতে খেলোয়াড়দের ছাড়তে চাইছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার দলগুলো।

বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচ শেষে সবগুলোতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে তালিকায় শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে তিনটি করে জয় ও ড্র’তে ১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ