Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় নৃশংস হামলায় নিহত ৩৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

নাইজেরিয়ার ইয়েলওয়া জঙ্গম নামক একটি গ্রামে বন্দুকধারীদের নৃশংস হামলায় কমপক্ষে ৩৬ জনের প্রানহানী ঘটেছে। ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর। বুধবার দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, বিগত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। হামলা দুটি হয়েছে উত্তরের প্রদেশ কাদুনা ও কাতসিনায়। নিরীহ গ্রামবাসীর ওপর চালানো হামলায় দুই গ্রামে ১৮ জন করে মোট ৩৬ জন নিহত হয়েছেন। অনেকের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ঘাতকরা। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এ রকম হামলা প্রায়শই হয়। মূলত সশস্ত্র অপরাধী চক্রগুলো এসব হামলা চালায়। শুধু হামলা নয়, তারা মানুষের অর্থ-সম্পদও লুট করে। অপহরণ করে পরে মুক্তিপণও আদায় করে এসব ডাকাত। এসব হামলার কারণে নাইজেরিয়ায় মারাত্মক এক নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের চরমপন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠীগুলোকে দমনে হিমশিম খাচ্ছে সরকার। এছাড়া মধ্যাঞ্চলীয় প্রদেশেগুলোতেও জাতিগত সহিংসতা চরমে
উঠেছে। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ