Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ড্রাইভিং সিটে বসলেই জ্ঞান হারান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

সড়কে যানবাহন চালাতে সবার আগে প্রয়োজন চালকের ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালাতে গেলে গুনতে হবে জরিমানা, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার চেষ্টায় ইসাবেল স্টেডম্যান নামে এক নারী গত ৩০ বছরে প্রায় এক হাজার বার পরীক্ষা দিয়েছেন। কিন্তু প্রত্যেক বার ড্রাইভিং ক্লাসে গাড়ি চালাতে গিয়েই নিজের অজান্তেই আতঙ্কিত হয়ে পড়ছেন ইসাবেল স্টেডম্যান। ফলে অধরাই থেকে যায় সেই কাক্সিক্ষত ড্রাইভিং লাইসেন্স। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের অ্যাম্পহিলের বাসিন্দা ইসাবেল স্টেডম্যান (৪৭) ১৭ বছর বয়স থেকেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার চেষ্টা করেন। কিন্তু যখনই চালকের আসনে বসেন তখনই অজ্ঞান হয়ে যান ইসাবেল স্টেডম্যান। ইসাবেল স্টেডম্যান বলেন, গত ৩০ বছর ধরে গাড়ি চালানোর চেষ্টা করছি। কিন্তু যখনই ড্রাইভিং ক্লাসে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং সিটে বসি তখনই উদ্বিগ্ন হয়ে যাই। মুহুর্তেই কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়ে ফেলি। ইসাবেল বলেন, গাড়ি চালানোর নিবিড় কোর্সের পর কয়েকদিন আগে ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলাম। কোর্সের তৃতীয় দিনে একটি চৌরাস্তায় যেতে যেতে নিজের মধ্যে অস্বস্তি অনুভব করি। কিছু বুঝে ওঠার আগেই আমার গাড়ি পাশের চলে যায় এবং আমি জ্ঞান হারানোর পর ইন্সট্রাক্টর গাড়ির নিয়ন্ত্রণ নেন। এটা আমার জীবনের ‘সবচেয়ে ভীতিকর’সপ্তাহে পরিণত হয়। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রাইভিং

২৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ