Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপের আহবান সউদী আরব ওআইসি ও আরব লীগের

আলজেরিয়া-মরক্কোর কুটনৈতিক দ্বন্দ্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

সউদী আরব, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আরব লীগ প্রতিবেশী আলজেরিয়া এবং মরক্কোর মধ্যে দ্ব›দ্ব সমাধানে ‘সংলাপ’ করার আহবান জানিয়েছে। আলজেরিয়া মঙ্গলবার বলেছে যে, উত্তর আফ্রিকার প্রতিদ্ব›দ্বীদের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনার পর ‘বৈরী পদক্ষেপ’-এর কারণে মরক্কোর সাথে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার জেদ্দাভিত্তিক সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ওআইসি ‘যেকোন সম্ভাব্য মতপার্থক্য সমাধানের জন্য সংলাপের আহবান জানিয়েছে’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সউদী আরব উভয় দেশকে ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে’ সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানিয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব আহমদ আবুল গাইস ‘উভয় দেশকে সংযম বজায় রাখা এবং আরো উত্তেজনা এড়ানো’র আহবান জানান। আলজিয়ার্স রাবাতের সাথে দীর্ঘদিন ধরে মতবিরোধ করে চলেছে। সূত্র : আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ