বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় চলতি বর্ষা মওসুমে প্রথমবারের মতো যমুনার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলার শারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সাথে করতোয়া, বাঙালি সহ অন্যান্য ছোটবড় নদনদীর পানিও বাড়ছে। নদীতীরবর্তী জমির ফসল ডুবে গেছে পানিতে। নদীতীরবর্তী এলাকায় সৃষ্টি হয়েছে ভাঙ্গনের শংকা।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানিয়েছে, শরতের প্রথম প্রান্তিকের লাগাতার বর্ষণই পানিবৃদ্ধির কারণ। এছাড়াও বৃহস্পতিবার দুপুর থেকে চলা বিরামহীন বর্ষণে বগুড়ার জনজীবনে জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে। বগুড়া শহরের নিচু এলাকা সমূহ তলিয়ে গেছে পানির নিচে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।