Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘মাফিয়া’য় মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ২:৩৫ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সিনেমা ও ওয়েব সিরিস নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ অ্যাকটিভ মাহি। তিনি সম্প্রতি ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের যোগ দিয়েছেন। ইতোমধ্যে ওয়েব সিরিজের শুটিং শুরু করছেন বলে জানিয়েছেন মাহি। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘শাহীন সুমনের সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। আগামীকাল থেকে তার সঙ্গে ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। শাহীন সুমনের মতো পরিচালকের সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের।’

শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়েছে। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।

এদিকে বুধবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ। এর আগে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, জীবনে প্রত্যেকটা মানুষ, কমপক্ষে একটি মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে! তারপর সে ঠকে যায়, হয়তবা ঠকায়; নয়তবা পরিস্থিতি!’

প্রেম-বিয়ে-গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন মাহি। যদিও গুঞ্জনের বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি বেশ সরব। নিয়মিত ছবি আপলোড করেন, রান্নার-খাবারের ভিডিও প্রকাশ করেন সময় করে। মাহির এসব স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভক্তরা। কখনো ট্রলের শিকারও হয়ে থাকেন এ অভিনেত্রী। তবে এসবে কর্ণপাত করেন না ঢালিউডের এ বিউটি কুইন। থাকতে চান নিজের কাজ নিয়েই।

লম্বা সময় ধরে সিনেমায় অভিনয় করছেন মাহিয়া মাহি। সম্প্রতি তার প্রযোজনায় মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এইডা কপাল’। এক্সিপেরিমেন্ট হিসেবে কাজটি করেছেন মাহি। প্রযোজনায় নিয়মিত হবেন কিনা? জানতে চাইলে মাহি বলেন, ‘পছন্দের গল্প পেলে প্রযোজনা করব। বিষয়টি নির্ভর করবে গল্পের ওপর। তবে এখনই ঘোষণা দিতে চাই না। এর জন্য আসলে প্রস্তুতি দরকার আছে।’

এছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ শিরোনামের একটি সিনেমা। এটিও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির বিপরীতে আছেন আদর আজাদ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটি ফার্স্টলুক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ