Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তর সইছে না উচ্ছ¡সিত তাহমিদ-রাহবারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, কাজী তারিক রায়হানের পর এবার জাতীয় ফুটবল দলে আরো দুই প্রবাসী ফুটবলার ডাক পেয়েছেন। এরা হলেন- কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী নাইব মো. তাহমিদ ইসলাম। লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর সুযোগ পেয়ে দারুণ উচ্ছ¡সিত তারা। দু’জনই প্রতিশ্রæতি দিলেন বাংলাদেশ ফুটবলকে সাফল্য এনে দেয়ার। গতকাল এক ভিডিও বার্তায় রাহবার বলেন,‘এটা আমার প্রথম জাতীয় দলে ডাক পাওয়া। কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টের দলে যোগ দেয়ার জন্য আমি খুবই আপ্লুত এবং শিহরিত। সব সময় আমার মনোযোগ থাকবে সেরা একাদশে সুযোগ পাওয়ার। গোল করে হোক, জয় এনে দিয়ে হোক, যেভাবেই হোক দলকে সাহায্য করার লক্ষ্য থাকবে আমার।’ তিনি আরো বলেন, ‘কোচ জেমি ডে খুবই সাপোর্টিভ। এরই মধ্যে তিনি ফরমেশনসহ আমাকে সবকিছু বলেছেন। তিনি বলেছেন, দলের সব খেলোয়াড়রাই খুব আন্তরিক। পুরো দলের সঙ্গে যোগ দিতে আমার তর সইছে না। এই সুযোগ পেয়ে খুবই শিহরিত আমি। আমার জন্য, পরিবারের জন্য, আমার সমর্থক এবং শুভাকাঙ্খীদের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। ইনশাল্লাহ দ্রæতই সবার সঙ্গে দেখা হবে।’
রাহবার ওয়াহেদ খান কানাডার নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে খেলে থাকেন। নিজ দেশকে খুব ভালবাসেন তিনি। তার কথায় সেটাই প্রমাণ হয়। তাই তো তিনি প্রতিশ্রæতি দিলেন যেভাবেই হোক, দেশকে সাফল্য এনে দেয়াই তার প্রধান লক্ষ্য। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ফ্রান্সের উসা ভারতাউ ক্লাবের হয়ে খেলে থাকেন ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম। ১৮ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারও চান সাফল্য তুলে এনে দেশের মুখ উজ্জ্বল করতে। তাহমিদ বলেন,‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি। এ খবরে আমি খুবই আনন্দিত। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য কোচ জেমি ডে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’ তিনি যোগ করেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। বাংলাদেশের ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। দ্রæতই দেখা হবে।’
আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কিরগিজস্তানে অনুষ্ঠিত হবে তিন জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এ আসরে বাংলাদেশ, কিরগিজস্তান ছাড়াও খেলবে ফিলিস্তিন। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের মুখোমুখি হবে লাল-সবুজরা। টুর্নামেন্টকে সামনে রেখে গত মঙ্গলবার ২৩ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। যে দলে জায়গা হয়েছে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী নাইব মো. তাহমিদ ইসলামের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ