Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপ্পে ইস্যুতে রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান পিএসজির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পের দল-বদলের গুঞ্জনে এলো নতুন মোড়। ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে এতদিন আলোচনা চলছিল ঠিকই। কিন্তু নির্ভরযোগ্য কোন তথ্য মিলছিল না। এবার ইএসপিএনসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো বলছে, এই ফরোয়ার্ডকে পেতে পিএসজিকে ১৬০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রিয়াল! কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছে ফরাসি ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন। সেই সূত্র আরও জানিয়েছে, অবস্থাদৃষ্টে দুই ক্লাবের সমঝোতায় আসাটা জটিল। কিন্তু রিয়াল কর্তৃপক্ষ মোটেও আশা ছেড়ে দিচ্ছে না। প্রস্তাবের এমন খবর তখনই এলো, যখন নাকি দল-বদলের জানালা বন্ধ হওয়ার প্রায় শেষ দিকে। রিয়াল তাই আশা করছে, শেষ তারিখ ৩১ আগস্টের মধ্যেই পিএসজিকে তারা রাজি করাতে পারবে!
অবশ্য সেটি সম্ভব হলে হতেও পারে। বিভিন্ন সূত্রের মাধ্যমে ইএসপিএন দাবি করছে, চুক্তিটি সম্পন্ন করতে নাকি ২০০ মিলিয়ন ইউরোর প্রয়োজন পড়বে রিয়াল মাদ্রিদের। একই ধরনের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে অন্যান্য সংবাদমাধ্যগুলোও। ফরাসি গণমাধ্যম লা’ইকুইপের বরাত দিয়ে স্প্যানিস ক্রীড়া বিষয়ক পত্রিকা এএস এক প্রতিবেদনে জানিয়েছে, ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান করেছে পিএসজি। কারন তারা ২০০ মিলিয়ন ইউরো প্রত্যাশা করছে।
এমবাপ্পের এই দল-বদল নিয়ে আলোচনাটা দীর্ঘদিনের। যার কারণও আছে। পরবর্তী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে ২২ বছর বয়সী তারকার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। পাশাপাশি এমবাপ্পে এটাও পরিষ্কার করেছেন, তিনি আর পিএসজিতে মেয়াদ বাড়াতে রাজি নন। কিন্তু পিএসজি কর্তৃপক্ষ ভেবেছিল মেসির মতো মহাতারকা আসায় হয়তো সিদ্ধান্ত পাল্টাবেন তিনি। কিন্তু এমবাপ্পের তেমন কোন পরিবর্তনই দেখা যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে স্প্যানিস ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারকে দলে ভেড়াতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল পিএসজি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ