মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøঙ্কেন ফোনে আলোচনা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, কাভুসোগলু ও বিøঙ্কেন আফগানিস্তানে ‘অব্যাহত সহযোগিতা’ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ‘নিরাপদে যুক্তরাষ্ট্রের নাগরিক, মিত্র এবং সহযোগীদের’ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। স¤প্রতি জি ৭-এর ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ আগস্টের মধ্যেই দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান। তালেবানও চায় না দেশটিতে ৩১ আগস্টের পর কোনো বিদেশি সেনা অবস্থান করুক। ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দেশের অধিকাংশ এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।