Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে দিনদুপুরে এক ব্যবসায়ীর বাসায় দুর্বৃত্তদের হানা

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৭:০৭ পিএম

পটুয়াখালীর বাউফলে দিনদুপুরে আমির হোসেন খান নামে এক কাপড় ব্যবসায়ীর বাসার জানালার গ্রীল ভেঙ্গে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমির হোসেন জানান, আজ (বুধবার) সকালে তার স্ত্রী বাসা তালাবদ্ধ করে বাহিরে যান। এর কিছুক্ষণ পরে ফিরে এসে বাসার জানালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে তাঁকে খবর দেয়। তিনি বাসায় গিয়ে দেখেন ব্যবসায়িক কাজের জন্য আলমারীতে রাখা ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল হক মাস্টার বলেন, দিনদুপুরে পৌর এলাকায় দুর্বৃত্তদের এ রকম হানা দেয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এর আগেও পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বেশ কয়েকটি বাসায় দুর্বৃত্তরা একই কায়দায় হানা দিয়ে টাকা পয়সা ও স্বর্ণ অলংকার নিয়ে গেছে। আমির আলী খান বিষয়টি বাউফল থানার এসআই মৃদুল চন্দ্র দে কে অবহিত করেছেন বলেও জানান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ