Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১০:২৮ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশগামীদের কাছ থেকে মার্কিন সেনাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়। এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে। দেশ ত্যাগকারী আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থার ‘নূর নিউজ’ এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নূর নিউজ জানায়, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। তারা বিমানবন্দরে ভিড় করা আফগান নাগরিকদেরকে বিদেশগামী বিমানে উঠিয়ে দিতে সহযোগিতা করার জন্য একেকজনের কাছ থেকে সুবিধামতো ৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, যারা চাঁদা দিতে পারছে না তাদেরকে কোনো ক্রমেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রচার করছে না।

তবে এভাবে হুড়োহুড়ি করে দেশত্যাগ না করতে আফগান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগান নাগরিকদের নিয়ে তাদেরকে নীচু মানের কাজে নিয়োগ দেবে। তিনি আফগানিস্তানের জনগণকে দেশত্যাগ উৎসাহিত না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সেনাদের চাঁদাবাজির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত না হওয়ার কারণে সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের অগ্রাভিযানের মুখে আমেরিকা ও ব্রিটেনসহ সবগুলো পশ্চিমা দেশ আফগান যুদ্ধে শোচনীয় পরায়বরণ করেছে। এ অবস্থায় এসব পশ্চিমা দেশের গণমাধ্যমে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাস্তবতার উল্টোচিত্র তুলে ধরা হবে এটাই স্বাভাবিক। তাদের মতে, পরাজিত শক্তির গণমাধ্যমে আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক খবর আশা করা যায় না। সূত্র: পার্সটুডে।



 

Show all comments
  • Mohammad Foysal ২৫ আগস্ট, ২০২১, ৩:২৯ পিএম says : 0
    ৩১ আগষ্টের পরে আফগানিস্তানে বিদেশি সেনা থাকলে সেটা হবে আমেরিকার অন্যতম একটা ভুল স্বীদ্ধান্ত।
    Total Reply(0) Reply
  • জাফর ২৫ আগস্ট, ২০২১, ৩:২৯ পিএম says : 0
    আস্তে আস্তে আমেরিকার আসল রূপ প্রকাশ পাচ্ছে
    Total Reply(0) Reply
  • Md Masum ২৫ আগস্ট, ২০২১, ৩:৩০ পিএম says : 0
    এসব বাদ দিয়ে সময় থাকতে তল্পিতল্পা নিয়ে কেটে পড়ো নইলে সামনে তোমাদের অনেক বিপদ আছে।
    Total Reply(0) Reply
  • Md. Safiur Rahman ২৫ আগস্ট, ২০২১, ৩:৩১ পিএম says : 0
    আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হোক এই কামনাই করছি। মহান আল্লাহ আফগানিস্থানের সকল পক্ষকে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন।
    Total Reply(0) Reply
  • প্রিয়সী ২৫ আগস্ট, ২০২১, ৩:৩১ পিএম says : 0
    চিন্তা করা যায় এরা কত খারাপ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ