Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ কদর্যতা বরিশালে প্রকাশিত : মান্না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৭:৫৫ পিএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বরিশালের সাম্প্রতিক ঘটনায় সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্যতা প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, তথাকথিত নির্বাচিত মেয়রের দাপটে অসহায় উপজেলা নির্বাহী অফিসার যখন বিচার চেয়েছেন, তখন বোঝা যায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে সেটা গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের বিবৃতি এবং তার প্রেক্ষিতে কতিপয় সচিবের বিরক্তি ও উষ্মা প্রকাশে বোঝা গেছে, সচিবরা নিজেদের মধ্যে কী কুৎসিত ছোড়াছুড়িতে ব্যস্ত হয়েছেন। প্রশাসন ক্যাডারের সমিতির বিবৃতিতে সইদাতা অফিসার আবার একজন সচিব, যিনি এক মন্ত্রী তথা সরকারের আশীর্বাদে নিজের নামে মিছিল করে স্লোগান দিয়ে দাপট দেখিয়ে বেড়ান। মান্না দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, এই সরকার দিনকে দিন দেশের সমস্ত প্রতিষ্ঠান গুঁড়িয়ে ফেলছে। এমনকি জাতির মেরুদণ্ড যে শিক্ষা সেটাকেও ধ্বংস করে ফেলছে। অবিলম্বে এর বিরুদ্ধে সোচ্চার হতে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, জোর করে ক্ষমতায় থাকার জন্য যারা দিনের ভোট রাতে করিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করে, তাদের পক্ষে যে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ইতোপূর্বে আমরা এর অনেক নজির দেখেছি। সর্বশেষ দেখা গেল কীভাবে নিজের ব্যক্তিগত কাজের জন্য একজন সচিব তার অধস্তন অফিসারদের ব্যবহার করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদুর রহমান মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ