Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের মাঠে নামলে এক সপ্তাহে খেলা ফাইনাল : মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০১ এএম

নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারের অধীনে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন করতে চায় না। এ সরকারের অধেিন কোন নির্বাচন হবে না। বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি আমরা। ফুটবল খেলা যেমন ৯০ মিনিটে হয়, তেমনি এই সরকারকে হটানোর জন্য যখন মাঠে নামবো, তখন এক সপ্তাহের মধ্যে খেলা ফাইনাল হয়ে যাবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) এই সভার আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, একের পর এক জিনিসের দাম বাড়ছে। টাকার মান দিন দিন কমছে। কিন্তু তবুও মিথ্যা কথা বলেই যাচ্ছে সরকার। আমাদের রিজার্ভের অবস্থা খারাপ। ব্যাংকগুলোতে টাকা নেই, ডলারের অভাবে সরকারি কর্মচারীদের বিদেশ সফর বাতিল হচ্ছে। এ রকম চললে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে বেশি খারাপ হতে পারে।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদুর রহমান মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ