Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেখ জামালের ফয়সাল ও শাকিল নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৭:২৯ পিএম

খেলা চলাকালে এবং শেষে মারামারিতে লিপ্ত হওয়ার কারণে নিষিদ্ধ হলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই ফুটবলার মিডফিল্ডার ফয়সাল আহমেদ ও ডিফেন্ডার শাকিল আহমেদ। গত ২১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মধ্যকার ম্যাচে মারামারিতে লিপ্ত হন জামাল ফুটবলাররা। তারা মাঠেই ব্রাদার্সের খেলোয়াড় এবং ম্যাচ শেষে সমর্থকদের উপর চড়াও হন। যে কারণে মঙ্গলবার সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিশ্বস্ত সূত্র জানায়, বিষয়টি শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানালেও এখনো বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কোন সভা করেনি। তবে বাফুফের সচিবালয়ের মাধ্যমে জানা যায়, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেও বিশেষ ক্ষেত্রে (রেফারি ভুলবশত লাল কার্ড প্রদর্শন না করলে) খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ