Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাহস’ চলচ্চিত্রের আপিল আবেদনও নাকচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১:২৮ পিএম

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’ সিনেমাটি আবারও সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলো। ছবিটি সেন্সর বোর্ড গত জুন মাসে প্রদর্শন অযোগ্য হিসেবে ঘোষণা দেয়। এরপর পরিচালক সম্প্রতি আপিল করেন। তার সে আপিল আবেদন বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৯ আগস্ট আপিল নাকচের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সেন্সরশীপ অফ ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধনী, ২০০৬) এর ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় নাকচ করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে ছবির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।’

ধারা অনুযায়ী সেন্সর বোর্ড থেকে ছবির সেন্সর আবেদন বাতিলের প্রজ্ঞাপনের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। ছবির প্রযোজক নিপা মাল্টিমিডিয়ার সেলিনা বেগম ওই সময়ের মধ্যে আবেদন না করায় তা গ্রহণ করা হয়নি।’

সেন্সর বোর্ড সচিব মো. মমিনুল হক জানান, ‘‘সাহস’-এ প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিলো গত ১৪ জুন। তাদেরকে তথ্য সচিব বরাবর আপিল আবেদন করতে হত। আবেদন করার সময়সীমা ছিলো ১৪ জুলাই পর্যন্ত। কিন্তু তারা তা করেছেন নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার অনেক পরে।’’

তবে মো. মমিনুল হক জানান, ছবির প্রযোজক চাইলে নতুন করে আবার সেন্সর আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো নতুন করে কিছু দৃশ্যের শুটিং বা সংশোধন করে জমা দিতে হতে হবে। তিনি বলেন, ‘নতুন করে আবেদন করলে আমরা অবশ্যই তা বিবেচনা করবো।’

উল্লেখ্য, সেন্সর বোর্ড ছবিতে অতিরিক্ত পরিমাণ অশ্লীল সংলাপ রয়েছে জানিয়ে প্রথমবার আবেদন বাতিল করেছিলো। তখন বোর্ড সচিব বলেছিলেন, এত পরিমাণ অশ্লীল সংলাপ সংশোধনী দিলে ছবির কিছুই থাকবে না। তাই আমরা এটিকে প্রদর্শনের অযোগ্য হিসেবে ঘোষণা করেছি।

‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ বেশ গোপনে শুরু করেছিলেন তিনি। গত বছরের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং করেছিলেন সাজ্জাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও লাক্স তারকা অর্ষা। আরো অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ এতে অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ