প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনামুক্ত হয়ে নতুন কাজের খবর দিলেন ঢাকাই ছবির রোমান্টিক চিত্রনায়ক সাইমন সাদিক। অপূর্ব রানা পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জলরঙ’ এ অভিনয় করবেন তিনি। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা সাইমন। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তার অভিনয়ের ব্যাপারটি অনেকটাই চূড়ান্ত।
এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘অপূর্ব রানা ভাইয়ের সিনেমাটিতে কাজ করার জন্য আগেই মৌখিক কথা হয়েছিল। করোনা থেকে সুস্থ হওয়ার পর আপাতত বিশ্রামে আমি আছি। দু-একদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে আনুষ্ঠানিক চুক্তি করব।’
পরিচালক রানা বলেন, সাইমনের সঙ্গে আমাদের মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আমাদের ইচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করার। তবে বিষয়টা অনেকটাই নির্ভর করছে সাইমনের শারীরিক অবস্থার উপর। কারণ মাত্রই সে করোনা থেকে উঠলো। সে পুরোপুরি সুস্থ হওয়া ছাড়া তো শুটিং করা যাবে না।
অপূর্ব রানা আরো বলেন, ‘সিনেমাটির নায়ক হিসেবে সাইমনের নামেই অনুদানের জন্য জমা দেওয়া ছিলো। তবে সাইমনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই সেটাও চূড়ান্ত করা হবে।’
সাইমন এ ছবিতে একজন জেলের চরিত্রে অভিনয় করবেন। যে কিনা সমুদ্রে অন্যের ট্রলারে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার স্বপ্ন একটি পাকা বাড়ির। নানাভাবে চেষ্টা করে টাকা জোগাড় করে নিজের একটি ট্রলার কেনার। কিন্তু যখন বুঝতে পারে এভাবে আসলে সম্ভব নয় তখন সিদ্ধান্ত নেয় বিদেশে যাওয়ার। পরিচালক অপূর্ব রানা ‘জলরঙ’-এ সাইমনের চরিত্রের বর্ণনা এভাবে দিলেন।
নির্মাতা জানিয়েছেন, প্রথম পর্যায়ে শুটিং হবে কিশোরগঞ্জের নিকলিতে। ছবির কিছু দৃশ্যে সমুদ্রে ট্রলারে ধারণ করতে হবে। আর বর্তমানে সমুদ্র উত্তাল থাকায় ওই দৃশ্যগুলো নভেম্বর, ডিসেম্বর মাসে করা হবে। কিশোরগঞ্জ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডে শুটিং হবে। সাইমন ছাড়া এ ছবিতে অভিনয় করার কথা রয়েছে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, জয়রাজ, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদের। মূল নারী চরিত্রে একজন সম্পূর্ণ নতুন অভিনয়শিল্পী থাকছেন।
উল্লেখ্য, ২০২০-২১ সালে প্রযোজক হিসেবে দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ ছবির জন্য অনুদান পেয়েছেন ৬০ লাখ টাকা।
চিত্রনায়ক সাইমন সাদিক ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রধান চরিত্রে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। বর্তমানে সাইমনের হাতে রয়েছে ‘গ্যাংস্টার’সহ কয়েকটি সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘কাজের ছেলে’, ‘লাইভ’ ও ‘আনন্দ অশ্রু’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।