নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক’দিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু গতপরশু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ-সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।
রোনালদোকে নিয়ে গুঞ্জনের ভীড়ে গতপরশু রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো। উদিনেসের হয়ে একটি করে গোল করেন রবের্তো পেরেইরা ও জেরার্দ দেউলোফেউ।
অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে। গুঞ্জন থামাতে ‘সফল’ হলেও দলকে জেতাতে ‘ব্যর্থ’ হলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর ব্যর্থতার রাতে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও খেয়েছে হোঁচট। লা লিগায় ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত এগিয়ে ছিল আনচেলত্তির দল। বিরতির পর লেভান্তে ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে চমক দেখালো। যদিও রিয়াল সমতায় ফিরতে সময় নেয়নি। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। লেভান্তে আবারও এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখলেও রিয়াল তা পূরণ হতে দেয়নি। শেষ পর্যন্ত লা লিগায় ১০ জনের লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে বেনজেমা-কাসেমিরোদের। শুরুতেই রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন গ্যারেথ বেল, জোড়া গোলের দেখা পান ভিনিসিউস জুনিয়র। লেভান্তের তিন গোলদাতা রজের মার্তি, হোসে কাম্পানা ও রবের পিয়ের।
লা লিগার আরেক ম্যাচে দুর্দান্ত সূচনা পেল গেল মৌসুমের শিরোপাজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচের দুটোতেই জিতেছে আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের দল। রোববার এলচের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলে জিতে লা লিগার শীর্ষে উঠে এসেছে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে দ্বিতীয় দফায় ফেরাটা দারুণভাবে রাঙালেন রুমেলু লুকাকু। একই রাতে লন্ডন ডার্বিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ইন্টার মিলান থেকে চেলসিতে আসা এই বেলজিয়ান তারকা। লুকাকুর জ্বলে ওঠার রাতে আর্সেনালকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
এমিরেটসে শুরু থেকেই চাপে ছিল আর্সেনাল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসির এগিয়ে যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। রিচ জেমসের সহায়তায় চেলসিতে প্রত্যাবর্তনের শুরুটা রাঙিয়েছেন লুকাকু। এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি চেলসি। আর্সেনাল ডিফেন্সে চাপ তৈরি করে ব্লুজদের দ্বিতীয়বার এগিয়ে যেতে সময় লাগে ৩৫ মিনিট। ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে এবার গোল করেন জেমস নিজেই। প্রতি আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ‘গানার’দের ফিরতে হয়েছে খালি হাতেই।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল চেলসি। একের পর এক সুযোগও তৈরি করে তারা। এরমধ্যে একটি প্রচেষ্টায় লুকাকুর হেড আর্সেনাল গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় চেলসি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে চেলসি।
জার্মান বুন্দেসলিগায় দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল কোলন, কিন্তু শেষরক্ষা হয়নি। সের্গে জিনাব্রির জোড়া গোলে বায়ার্ন মিউনিখ পেল লিগে চলতি আসরে প্রথম জয়ের স্বাদ। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গতপরশু ৩-২ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচে পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিজয়ী দলের অন্য গোলটি করেন রবের্ত লেভান্দোভস্কি। লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ১-১ ড্র করে নতুন মৌসুম শুরু করা বায়ার্ন পরের ম্যাচে গত মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জেতে জার্মান সুপার কাপ।
শুরু থেকে ম্যাচে অধিপত্য দেখালেও খুব একটা সুবিধা করতে পারছিল না টানা দশম লিগ শিরোপার অভিযানে থাকা দলটি। তবে শেষ পর্যন্ত মূল্যবান তিনটি পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভলফসবুর্ক। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চারে বায়ার্ন।
এক নজরে ফল
লেভান্তে ৩-৩ রিয়াল মাদ্রিদ
অ্যাট. মাদ্রিদ ১-০ এলচে
উদিনেস ২-২ জুভেন্টাস
বায়ার্ন মিউনিখ ৩-২ কোলন
চেলসি ২-০ আর্সেনাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।