রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা পৌরদীঘিতে নিখোঁজ মহিবুল্লাহ (৪২)-এর লাশ নিখোঁজের তিনঘণ্টা পর উদ্ধার করেছেন ডুবুরি সদস্যরা। খুলনা থেক আসা তিন সদস্যের ডুবুরি দল গত রোববার রাত ১০টা ৩৫ মিনিটে লাশটি উদ্ধার করেন।
এসময় নিহতের স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। উল্লেখ্য, সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও রাসেল পৌর দীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে তিন সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজে নামেন। অল্প সময়ের মধ্যেই ডুবুরি দল মহিবুল্লাহর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, উদ্ধার কাজে ডুবুরি হিসেবে ছিলেন চিরঞ্জীত, নবীরউদ্দীন নবী ও রাব্বি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।