Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংসদের বাঁচা-মরার লড়াই মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৮:০৯ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের বাঁচা-মরার লড়াই মঙ্গলবার। এদিন গ্রুপের শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নরা। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ সেরা হয়ে এএফসি কাপের আন্ত:আঞ্চলিক প্লে-অফের সেমিফাইনালে খেলতে হলে মোহনবাগানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বসুন্ধরা কিংসের। তাই ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

এএফসি কাপের প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল কিংসরা। তবে দ্বিতীয় ম্যাচে তারা ভারতের বেঙ্গালুরু এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পায়। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বসুন্ধরা। বেঙ্গালুরুকে ২-০ ও মাজিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে মোহনবাগান। এই গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দলটিই খেলবে টুর্নামেন্টের আন্ত:আঞ্চলিক প্লে-অফের সেমিফাইনলে। ফলে মঙ্গলবার ড্র নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে হলে জয় নিয়েই মাঠ ছাড়তে হবে তপু বর্মণদের। অন্যথায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের। অন্যদিকে ম্যাচে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে আন্ত:আঞ্চলিক প্লে-অফের সেমিফাইনালে জায়গা পাবে মোহনবাগান।

টুর্নামেন্টে আগের দু’ম্যাচে কিংসদের পারফরম্যান্সে আহামরি কিছু ছিল না। প্রতিপক্ষের জালে পাঠানো তাদের দুই গোলের একটি এসেছিল অত্মঘাতির মাধ্যমে। বাকিটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো। মালদ্বীপে এএফসি কাপে বসুন্ধরার পক্ষে এখন পর্র্যন্ত ছন্দে রয়েছেন এই ব্রাজিলিয়ান। দলের আর্জেন্টাইন তারকা রাউল অস্কার বেসেরা তো ছিলেন বেঙ্গালুরুর বিপক্ষে অনেকটাই অচেনা। আরেক ব্রাজিলিয়ান জোনাথন দ্য সিলভেইরা ফার্নান্দেজ মালদ্বীপে দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। ফলে স্কোরিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বসুন্ধরার। এর সঙ্গে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের রক্ষনাত্মক কৌশল হিতে বিপরীত হয়ে আসতে পারে মোহনবাগানের বিপক্ষে। কারণ বেঙ্গালুরুর বিপক্ষে এই কৌশলে খেলতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল কিংসরা। তাই আজ মাস্ট উইন ম্যাচে অলআউট ফুটবলই খেলতে হবে তপু বর্মণদের। সুবিধাজনক অবস্থানে থাকা মোহনবাগানকে হারাতে হলে শতভাগেরও বেশি মেলে ধরতে হবে তাদের। বিষয়টা ভাল করেই জানা আছে কোচ ব্রুজনের। আক্রমনাত্মক কৌশল ছাড়া বিকল্প নেই। তবে স্প্যানিশ কোচের মূল পরিকল্পনা হলো পাল্টা আক্রমণ। তার আগে রক্ষণটাও অটুট রাখতে হবে বিশ^নাথ ঘোষ, তারিক কাজিদের। তাই প্রতিপক্ষকে কেনো রকম সুযোগ দিতে চান না কিংস কোচ ব্রুজন। তাই তো সোমবার মালদ্বীপ থেকে তিনি বলেন, ‘মোহনবাগান খুব ভাল দল। প্রতিপক্ষের সীমানায় তারা দারুণ খেলে। তাদেরকে হারাতে হলে মাঠে আমাদের সেরাটাই দিতে হবে। আমরা নিজেদের রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণ করে গোল করার চেষ্টা করবো। আমাদের একটাই লক্ষ্য ম্যাচ জিতে নিজেদের জার্সির মান রক্ষা করা। আশাকরি ছেলেরা তা পারবে।’

অধিনায়ক তপু বর্মণ বলেন,‘যেহেতু আমাদের জয়ের বিকল্প নেই, তাই আমরা নিজেদের সেরাটা দিয়েই মাঠে লড়বো। আমরা শুধু বসুন্ধরা কিংসই নয়, দেশেরও প্রতিনিধিত্ব করছি। আশকরি মোহনবাগানকে হারিয়ে দেশ এবং নিজ দলের সম্মান রাখবো।’

২০১৯ সালে ঢাকা আবাহনী লিমিটেড এএফসি কাপে আন্তঃআঞ্চলিক প্লে-অফের সেমিফাইনালে উঠেছিল। উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে ঢাকায় ৪-৩ গোলে জিতে এবং কোরিয়ায় গিয়ে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে আন্ত:আঞ্চলিক প্লে-অফের সেমিফাইনালে উঠে যায় উত্তর কোরিয়ার দলটি। আর গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয় আবাহনীকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ