মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না। খবর এএফপি’র।
ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোগানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে।’
তার বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবলমাত্র একটি ছোট অংশ গ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘তৃতীয় কোনো দেশের নাগরিকদের তুরস্ক দায়িত্ব নেবে আপনি তা আশা করতে পারেন না।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে ফোনালাপের সময় বার্লিনের এ নেতার একই ধরনের অনুরোধ জানানোর এক দিন পর তুরস্কের এ রাষ্ট্র প্রধান এমন কথা পুনর্ব্যক্ত করলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।