Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সিরিয়ার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে দামেস্ক সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে কাছে লেখা এক চিঠিতে এই আহবান জানায়। চিঠিতে বলা হয়েছে- জাতিসংঘ সনদের ভিত্তিতে সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দায়িত্ব রয়েছে বিশ্ব সংস্থার। চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের দখলদার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্বাংশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমস শহরের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং চূড়ান্ত পরাজয়ের মুখে থাকা তাকফিরি সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখতে ইহুদিবাদী ইসরাইল এসব হামলা চালাচ্ছে।চিঠিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণ, সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্ররা দায়েশ এবং আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করার যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে তা থেকে পিছু হটাতে পারবে না ইসরাইলি হামলা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ