Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার রাশিয়ার তিনটি জাহাজ এবং কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাশিয়া থেকে ইউরোপে একটি বিতর্কিত গ্যাস পাইপলাইন নির্মাণকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দিলো ওয়াশিংটন। খবর লস অ্যাঞ্জেলস টাইমস। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির আইনপ্রণেতার তোপের মুখে পড়ে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করলো বাইডেন প্রশাসন। তাদের অভিযোগ নর্ড স্ট্রিম ২ নামে রাশিয়ার এই প্রজেক্ট রুখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বর্তমান প্রশাসন। যদিও বাইডেন প্রশাসনের এই ‘লোক দেখানো’ নিষেধাজ্ঞা সমালোচকদের তুষ্ট করতে পারবে না বলে মনে হচ্ছে। কারণ জার্মানির সেই কোম্পানি এই পাইপলাইন তৈরি করছে, সেই কোম্পানি এবং এটির সিইও’কে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। রাশিয়ার একটি জাহাজ ওস্তাপ শেরেমেতা, আরেকটি জাহাজ জেএসসি নবিলিটি এবং নির্মাণ সংস্থা কোনস্তানা ৩-র বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওস্তাপ শেরেমেতার কাজ হচ্ছে এই প্রজেক্টের জন্য পাইপ বসানো, যেটার কাজ প্রায় শেষ করে এনেছে জাহাজটি। কিন্তু এই প্রজেক্টের মালিকানা প্রতিষ্ঠান জার্মান কোম্পানি নর্ড স্ট্রিম এজি’কে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এমনকি প্রতিষ্ঠান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বাইডেন প্রশাসন এই প্রজেক্টের বিরোধিতা করলেও জার্মানিকে চটাতে চায় না। লস অ্যাঞ্জেলস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ