Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিপাবলিকানদের মধ্যে বিভেদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ব্যাপক অভিবাসন বিরোধী রিপাবলিকানরা আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণের কারণে পালিয়ে আসার জন্য মরিয়া আফগান মিত্রদের উদ্ধারে সহানুভূতিশীল হওয়া সত্তে¡ও ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের নেতারা উপচে পড়া উদ্বাস্তুদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছেন। অশান্ত পরিস্থিতির মধ্যে আফগান সরকারের পতন, মার্কিন বাহিনীর প্রত্যাহার এবং জো বাইডেন প্রশাসনের আপাত প্রস্তুতির ঘাটতির জন্য রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। তবে কে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং শরণার্থীদের ঢেউকে স্বাগত জানানো হবে কিনা সেটি নিয়ে রিপাবলিকানদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। ব্যাপক উদ্ধার অভিযান তদারকির জন্য যুক্তরাষ্ট্র বাহিনীর কাবুল বিমান বন্দর সুরক্ষিত রাখার ব্যাপারে সিনেটের মাইনরিটি লিডার মিচ ম্যাককনেলের মতো রিপাবলিকানরা এই উদ্ধার অভিযানে মার্কিন বাহিনী এবং কূটনীতিকদের সহায়তাকারী আফগান নাগরিকদের উদ্ধারের নৈতিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, নিউ ইয়র্কের হারবরে স্বাধীনতার আইকনিক প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ‘মুক্ত শ্বাস নেয়ার জন্য ব্যাকুল জনতাকে’ স্বাগত জানায়, যা আমেরিকানদের সাথে আফগান মিত্রদের উদ্ধার জোরদারে বাইডেনের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। হাজার হাজার আফগান অনুবাদক, দোভাষী এবং অন্যান্য সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ অভিবাসন ভিসার জন্য আবেদন করেছিলেন। পলিটিকো, এপি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ