মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ভারতের আসাম রাজ্যের ১১ জেলা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারদের কেউ তালেবানকে সরাসরি সমর্থন করেন, কেউ তালেবানকে সমর্থন না দেয়ার জন্য ভারত সরকার ও গণমাধ্যমের সমালোচনা করেন। যা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, তেঁজপুর মেডিকেল কলেজের ছাত্রসহ আসামের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আসাম পুলিশের একটি সাইবার সেল তাদের গ্রেফতার করে। যারা সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি করে। আসাম পুলিশের বিশেষ শাখা (এসবি) এই অভিযানের তদারকি করছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া বলেছেন, আসাম পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানপন্থী মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে যা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।
তিনি টুইটে আরও বলেন, আমরা এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছি। তাছাড়া সামাজিক মাধ্যমে এমন পোস্ট কারো দৃষ্টিগোচর হলে দয়া করে পুলিশে জানান।
পুলিশ সূত্র জানিয়েছে, সামাজিক মাধ্যমে তালেবানকে সমর্থন করা ১৭-২০টি আইডি চিহ্নিত করা হয়েছে। আসামের ১১টি জেলা ছাড়াও রাজ্যের বাইরে থেকে তিনটি, দুবাই, সৌদি-আরব এবং মুম্বাই থেকে যথাক্রমে একটি করে পোস্ট দেয়া হয়েছে। তারা সবাই আসামের নাগরিক। বাইরের তিন জনের তথ্য যাচাই-বাছাই শেষে ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে বিস্তারিত তথ্য হস্তান্তর করা হবে। সূত্র: এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।