বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের আজকে এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।
হামলায় আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এখনও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্পিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।
আজ ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ২১ আগস্ট গ্রেনেড হামলা শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে নেটিজেনরা।
শ্রদ্ধা জানিয়ে এমডি ওসমান গনি লিখে, ‘২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করছি। মহান আল্লাহ পাক সকল শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করুন।’
শোক জানিয়ে আনোয়ার তানজিল লিখেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় আমরা গভীরভাবে শোকাহত। সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’
মামুন মাহি লিখেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ পাক সকল শহীদদের জান্নাত নসিব করুন, আমিন। একই সাথে ২১ আগস্টে নৃশংস হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও যারা জড়িত আছে, সকলের বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহবান করছি।’
মিজানুর রহমান লিখেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত একুশে গ্ৰেনেড হামলায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে জুটন কুমার ভৌমিক লিখেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ডসহ দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক।’
মেহেদী হাসান রাতুল লিখেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মানে নির্ভয়ে এগিয়ে যাক এই দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইলো।’
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিনহাজ উদ্দিন সোহাগ লিখেন, ‘১৯বার সন্ত্রাসী আক্রমনের শিকার হওয়া নির্ভীক যোদ্ধা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
এমডি জমির উদ্দিন লিখেন, ‘ভয়াবহ ২১ আগষ্ঠ আমার প্রিয় নেত্রী, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, বিশ্ব বরণ্য সফল রাষ্ট্র নায়ক, বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রক্ষা করেছেন এবং অন্যন্য শহিদের প্রতি গভী শ্রদ্ধা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।