বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুয়াকাটার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ডলফিন। এসময় একটি রাজ কাঁকড়াও ভেসে আসে। শুক্রবার বেলা সাড়ে ১১ দিকে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে এ ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। এগুলো গভীর সাগরে জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে বলে এমন ধারনা জেলেদের। তবে ডলফিন দু’টোকে মাটি চাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ডলফিন দু’টি পচন ধরেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে রাজ কাঁকড়ার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন লক্ষ করা যায়নি।
ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ পটুয়াখালী সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, খবর পেয়ে শেখানে গিয়ে ছিলাম। ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে ডলফিন দুটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে আমাদের বøু-গার্ড সদস্যার মাটিচাপা দিয়েছে। তবে মৃত্যুর কারণ হিসেবে তিনি জানান, নিশেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে খেলা করতে। এখন তাদের বড় সমস্যা গভীর সমুদ্রে পাতা জেলেদের জাল। এ ডলফিন জালে জড়িয়ে মার যেতে পারে বলে তিনি ধারনা করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ডলফিন দুটি ভেসে এসেছে তা ইরাবতি প্রজাতির। আর কাঁকড়ার নাম রাজ কাকরা। মূলত প্রজনন মৌসুমে এসব কাকরা তীরবর্তী এলাকায় আসে। তবে ডলফিনের মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, এরআগেও কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ভেসে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।