Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ৫:০৯ পিএম

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোহাম্মদ আলী (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে জুয়েল রানা (৪০)। পান বরজে বিষ দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার রাতে উপজেলার চকবিরহী মোড়ে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলেও আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চকবিরহী মোড়ে এনামুল হকের কীটনাশকের দোকানের সামনে পান বরজে বিষ দেয়া নিয়ে ওই গ্রামের রফিকুল ইসলামে ছেলে আব্দুল মতিনের সাথে মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়। রাত ৮ টার দিকে মোহাম্মদ আলী চকবিরহী মোড়ে ওই কীটনাশক দোকানের সামনে বসে ছিলেন। হঠাৎ আব্দুল মতিন ধারালো ছুরি নিয়ে গিয়ে মোহাম্মদ আলীকে আঘাত করে।

এ সময় তার ছেলে জুয়েল রানা পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে মতিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মোহাম্মদ আলী মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত মতিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এছাড়াও নিহত লাশের ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ