Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আজ থেকে মিরপুরে চালু হচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১১:১২ এএম

রাজধানীর বসুন্ধরা শপিং মল, সীমান্ত স্কয়ার ও মহাখালী এস কে টাওয়ারের পর আজ (২০ আগস্ট) মিরপুরে চালু হচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’-এর শাখা। মিরপুর সনি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে আধুনিক প্রেক্ষাগৃহ। এর নাম দেওয়া হয়েছে ‘সনি স্টার সিনেপ্লেক্স’। আজ থেকে (২০ আগস্ট) ‘সনি স্টার সিনেপ্লেক্স’-এ সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শিত হবে।

নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘মিরপুরের দর্শকদের সুবিধার কথা ভেবে এই মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ করা হবে। গত বছর এই সিনেপ্লেক্সটি চালু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে কার্যক্রম পিছিয়ে যায়। অনেক প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা।’

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছরের জন্য সনি সিনেমা হল ভাড়া নিয়েছে স্টার সিনেপ্লেক্স। ‘সনি স্টার সিনেপ্লেক্স’-এ মোট তিনটি স্ক্রিন থাকবে। এতে আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। শুধু সিনেমা হল নয়, এর সঙ্গে রাখা হয়েছে নামিদামি পোশাকের ব্যান্ড, ফুড কোর্ট, জিম জিমসহ অনেক কিছুর সমন্বয়ে পরিপূর্ণ একটি বিনোদন কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠেছে এটি।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত হচ্ছে এখানে। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ারেও ‘স্টার সিনেপ্লেক্স’-এর দুটি শাখা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ