Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

বিগত প্রায় পাঁচ মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন চলচ্চিত্রের মিঞা ভাই খ্যাত ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। কখনো একটু ভাল, কখনো খারাপ। দীর্ঘ সময় কোমায়ও ছিলেন। এরপর জ্ঞান ফিরেছে তার। এখন অবস্থাটা কিছুটা উন্নতির দিকে। ফারুকের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, ফারুক ভাইয়ের অবস্থা এখন ভালোর দিকে। কথা শোনেন এবং হেসে, হাত নেড়ে রেসপন্স করেন। ফারুক ভাইয়ের স্ত্রী ফারহানা ফারুক বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। বললেন, দ্রুতই তোমাদের ফারুক ভাইকে নিয়ে আগের মতো বিমানবন্দরে নামবো। তিনি ফারুক ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারুক

১১ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ