Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ২:৫০ পিএম

হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে বারটায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমের মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

শোক প্রকাশ করে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তার ফেইসবুকে লিখেন, ‘আল্লামা জুনাইদ বাবুনগরী তাঁর রবের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্রমশ অভিভাবকহীনতার সংকট এ জাতিকে বারবার নিঃস্ব আর নিস্তেজ করে দিচ্ছে। এভাবেই আলিমদের ধীরে ধীরে উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমের আলো উঠিয়ে নেয়া হয়। আল্লাহ তা’আলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, সকল খিদমাত কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন।’

তার কর্মময় জীবনের কথা স্বরণ করে আলতাফ হোসাইন লিখেন, ‘আহ্ আমীরে হেফাজত! আহ্ কায়িদে মিল্লাত! আপনার বিদায়ে বেঁচে গেছেন আপনি৷ সাথে নিয়ে গেলেন ইখলাসের পাহাড়, ধৈর্যের পাহাড়, ত্যাগ আর কুরবানীর বেনজীর দৃষ্টান্ত৷ জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে আপনার অবিচলতা, সরলতা আর সততার ইতিহাস৷ রাহিমাকাল্লাহু ও রাহিমানাল্লাহু তাআলা৷’

কামরুল হাসান লিখেন, ‘শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী (র.) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমীন।’

মাসুম বিল্লাহ হুমায়ন লিখেন, ‘আহ্! নক্ষত্রের বিদায়! আমরা একজন সৎ মানুষের অভিভাবকত্ব হারালাম! এ ক্ষতি পোষাবার নয়!’

এমডি বাবুল হোসাইন লিখেন, ‘বাংলাদেশের আকাশ থেকে ঝড়ে পড়েছে আরেকটা উজ্জ্বল নক্ষত্র। আল্লামা জুনাইদ বাবুনগরী আমাদের এতিম করে এই পৃথিবী থেকে চলে গেছেন! ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।’

আবু বকর সিদ্দিক লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জাতি হারালো নিষ্ঠাবান একজন অভিভাবক আর কওমি অঙ্গন, আজ আমরা এতিম হয়ে গেলাম! শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে.....’

সওদী প্রবাসী গাজী মহসিন ফেরদাউস লিখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন উনার কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দিক। রোজ হাশরের ময়দানে তাঁর হিসাব-নিকাশ সহজ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। আমীন, আমীন, আমীন।’

আবদুল জাব্বার লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা জুনাইদ বাবুনগরী আজ চট্রগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মহান আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন।
আল্লাহ তা'য়ালা তাঁর পরিবার, সহকর্মীসহ সবাইকে সবরে জামিল দান করুন। আমীন।’

তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হাসান আল বশির লিখেন, ‘আমরা গভীরভাবে শোকাহত, মরহুমের বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় মহান আল্লাহ সুবহানা ওয়াতা'লা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ