Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে ফিট থাকছেন বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১:৩৬ পিএম

রুপালী পর্দার দর্শকদের জন্য সিনেমার নায়ক-নায়িকাদের তো ফিট থাকাই লাগে। আর ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করতে হয় তাদের। বর্তমানে নতুন ট্রেন্ড হচ্ছে ব্যায়াম করার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা। বুধবার চিত্রনায়িকা এবার বুবলীকেও দেখা গেলো এমন ট্রেন্ডের সঙ্গে। বুধবার (১৮ আগস্ট) ফেসবুকে যোগব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে তাকে দেখা গেছে ইয়োগার পোশাকে। স্কিনফিট টপস ও প্যান্ট পরে তিনি পোজ দিয়েছে ইয়োগার নানা ভঙ্গিমায়। সেই সঙ্গে ভক্তদের জানিয়েছেন সকালের স্নিগ্ধ শুভেচ্ছা।

যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘করোনা সংকটের মধ্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।’

ভবিষ্যতে ইয়োগা নিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বুবলী বলেন, ‘ইয়োগা যখন থেকে শুরু করেছি, ঠিক তখন থেকেই আমি শরীর ও মনের দিক থেকে বেশ ভালো আছি। এ কাজটির কোনো ক্ষতিকর দিক নাই। তাই সবাইকে ইয়োগা শুরু করার আহবান জানাচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কাজটি নিয়ে অগ্রসর হব।’

উল্লেখ্য, সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে বুবলীর অভিষেক ছিল রাজকীয়। পরপর বেশ কয়েকটি সিনেমায় তিনি নায়ক হিসেবে পেয়েছেন শাকিবকে। যা তার ক্যারিয়ারের শক্ত ভিত তৈরি করে দেয়। বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘বীর’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘বিদ্রোহী’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘ক্যাসিনো’, চোখ’ ও ‘রিভেঞ্জ’ সিনেমাগুলোর কাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ