প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবশেষে শেষ হলো নিরব-মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার শুটিং। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর বুধবার (১৮ আগস্ট) ঢাকায় শেষ হলো এই ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ে নিরবের সঙ্গে ছিলেন নওশাবা। শিগগিরই ডাবিং শেষ করে মুক্তির তারিখ চূড়ান্ত করে হবে বলেও জানান পরিচালক মামুন।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘শেষ দিনের শুটিংয়ের জন্য একটি সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলাম। সেখানে গহীন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য। এমন পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। লোকালয় থেকে অনেকটা দূরে। তাছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতর ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘অমানুষ’র মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।’
উল্লেখ্য, এর আগে অনন্য মামুনের পরিচালনায় নিরব অভিনয় করেছেন ‘কসাই’ নামের একটি সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘‘অমানুষ’ ওয়েব ফিল্ম নয়, পরিপূর্ণ একটি সিনেমা। তাই আগে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাচ্ছি। মুক্তির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সিনেমা হল খুললেই মুক্তি দেব। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।’
বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনী। সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সিনেমাটিতে বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশ ফেরত এক নারীর চরিত্রে। যিনি মূলত বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে জলে-জঙ্গলে ঘুরে বেড়ান। সেখানে গিয়ে ডাকাত নিরবের খপ্পরে পড়েন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
সিনেমাটিতে নিরব-মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। এ ছাড়াও রয়েছেন কাজী নওশাবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।