Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে তিনি প্রথম হতে পারেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

ভারতের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বিভি নাগরতœ। বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্ট কলেজিয়াম নয়টি নাম সুপারিশ করেছে শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগের জন্য। সেই তালিকায় অন্যতম নাম নাগরতœর। আগামী ২০২৭ সালে তিনি হতে পারেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি।
বর্তমানে বিভি নাগরতœ কর্ণাটক হাইকোর্টের বিচারপতির পদে রয়েছেন। ২০০৮ সালে তিনি ওই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন। তার বাবা বিচারপতি ইএস ভেঙ্কটরামাইয়াও প্রধান বিচারপতি ছিলেন। ১৯৮৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। বাবার পথ অনুসরণ করে মেয়েও প্রধান বিচারপতি হলে যেন একটি বৃত্তই পূর্ণ হবে।
খুব বেশি সময়ের জন্য না হলেও অন্তত এক মাসের জন্য তিনি ওই পদে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দেশে একজন মহিলা প্রধান বিচারপতি প্রয়োজন বলে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এসএ বোবডে মন্তব্য করেছিলেন।
আর কারা আছেন কলেজিয়ামের অনুমোদিত তালিকায়? নয়জনের ওই তালিকায় রয়েছেন আরও দুই মহিলা বিচারপতি। তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি ও গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী। সূত্র : এনডিটিভি, ইকনোমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ